লোগোহাতের ছোঁয়া

আমাদের গল্প

স্থানীয় কারুশিল্পকে বিশ্বমঞ্চে তোলাই আমাদের লক্ষ্য। কারিগরের হাতে—আপনার ঘরের জন্য ভালোবাসা।

‘হাতের ছোঁয়া’ শুরু হয় ২০১7 সালে, তিনজন তরুণ কারুশিল্পপ্রেমীর হাতে। আমাদের ভিশন—প্রাকৃতিক, টেকসই ও ন্যায্য বাণিজ্য নিশ্চিত করে বাংলাদেশের ঐতিহ্যকে আধুনিক নকশায় উপস্থাপন।

আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষ কারিগরদের সঙ্গে কাজ করি—সিলেটের বাঁশশিল্প, কুমিল্লার কাঠের খোদাই, নীলফামারীর বয়নশিল্প—সবই এক ছাতার নিচে।

মিশন

টেকসই উপাদানে মানসম্মত হ্যান্ডমেড পণ্য তৈরি ও কারিগরদের ক্ষমতায়ন।

ভিশন

বাংলাদেশের কারুশিল্পকে বিশ্বের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া।

মান

গুণগত মান, স্বচ্ছতা, ন্যায্য পারিশ্রমিক ও পরিবেশবান্ধবতা।

আমাদের টিম